Thu. Oct 16th, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : ফেরদৌসুর রহমান মানিক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মোছাঃ হিমু (১৫) নামে একজন নিখোঁজ এর ঘটনা ঘটে। হারিয়ে যাওয় হিমু ঠাকুরগাঁও পৌরসভার ০১ নং ওয়ার্ডের মিলনপুর গ্রামের মো: আশরাফুল ইসলাম এর মেয়ে।

হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে,তার পরিবার ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি করে। যার জিডি নাম্বার -১৪১৬ তারিখ -২৩/০৮/২০২৩, এরই সূত্র ধরে ঠাকুরগাঁও সদর থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ কবিরের নির্দেশে একটি টিম ঢাকার সাভার থেকে দ্রুত সময়ের মধ্যে মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়।

এ বিষয়ে মেয়ের পরিবার ঠাকুরগাঁও থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ঠাকুরগাঁও থানার পুলিশ আমাদের যথার্থ সহযোগিতা করেছে। দ্রুতভাবে আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ঠাকুরগাঁও পুলিশের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ কবির বলেন, আমরা সব সময় চেষ্টা করি,দ্রুত সাধারণ মানুষকে কিভাবে সেবা দেওয়া যায়! আমরা মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ ধরণের ঘটনা যেন না ঘটে তাই সকলকে সাবধান থাকতে বলেন,এবং প্রয়োজনে পুলিশের সহযোগীতা নিতে অনুরোধ জানান তিনি।