Wed. Aug 27th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালী-১ আসনের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট শাহজাহান মিয়ার পুত্র আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট তারিকুজ্জামান মনির পক্ষে সংবাদ সম্মেলন করেছেন তার আপন ছোট ভাই এ্যাড.আরিফুজ্জামান রনি। গত ২ দিন পটুয়াখালী প্রেসক্লাবে এবং পটুয়াখালী জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ্যাড.তারিকুজ্জামান মনির নাম ঘোষণা করেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট শাহজাহান মিয়ার পরিবার।

লিখিত বক্তব্যে এ্যাড. আরিফুজ্জামান রনি বলেন, আমার বাবা পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, বর্তমানে পটুয়াখালী-০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া এই জনপদের সকলের প্রিয় মানুষ। সকলের সহযোগিতা এবং সর্বসাধারণের ভোটের মাধ্যমে পটুয়াখালী-০১ (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসন থেকে বার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যেহেতু আমার বাবার বয়স হয়েছে এবং বার্ধক্যে উপনীত হয়েছেন তাই আমাদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আমার মেঝ ভাই পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য এবং পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ তারিকুজ্জামান মনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০১ (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসন থেকে বাংলাদেশ  মনোনয়ন প্রত্যাশী।

এসময় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এ্যাডভোকেট তারিকুজ্জামান মনি বলেন, দীর্ঘ বছর ধরে বাবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আর আমিও। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আমাকে পটুয়াখালী-১ আসন থেকে নৌকার মনোনয়ন দেয় তবে বাবার মতই মানুষের সেবায় কাজ করে যাবো। আর যদি মনোনয়ন না দেন তবে যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে কাজ করে যাবো। এছাড়া তিনি আরো বলেন, আমার বাবা অসুস্থ ঢাকায় তার চিকিৎসা চলছে। সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।