Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

মোঃ নুর উদ্দিন পিরোজপুর প্রতিনিধি‌: পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস ও জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে সার্কিট হাউজ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। জেলা সমবায় কর্মকর্তা মো: কামরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধুবী রায় প্রমুখ।
এসময় বক্তারা বলেন গ্রামীন অর্থনৈতিক উন্নয়ন করার লক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমান দেশে সমবায় কর্মকান্ড চালু করেন। এর মাধ্যমে দেশের গ্রামীন অর্থনীতির চাকা সমৃদ্ধ হয়েছে। আগামীতেও দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আলোচনা সভা শেষে সমবায়ীকদের সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
পরে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে এক আলোচনা সভা করে জেলা প্রশাসন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধুবী রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রবিউল ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায় চৌধুরী প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।