খোলা বাজার অনলাইন ডেস্ক : পুলিশকে লক্ষ্য করে রাজধানীর মগবাজার মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ২০ জনের একটি টিম মগবাজার মোড়ে দায়িত্ব পালন করছিল। হঠাৎ করে মৌচাক ফ্লাইওভারের বাংলামোটরের দিক থেকে পুলিশের পাশে ককটেল দুটি নিক্ষেপ করা হয়।
মগবাজার মোড়ের চা বিক্রেতা মমতাজ মিয়া ঢাকা টাইমসকে জানান, মিনিটে মিনিটের ব্যবধানে ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে, যা মোড়ে ডিউটিরত পুলিশের পাশে বিস্ফোরিত হয়।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘ঘটনার তিন মিনিটের মধ্যে র্যাবের চারটি টিম মগবাজার ঘটনাস্থলে পৌঁছায়। আমরা সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তারের জন্য কাজ করছি।’
এ ঘটনায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পরপরই মগবাজারে আরও পুলিশসহ র্যাব মোতায়েন করা হয়েছে বলে জানান কামরুল ইসলাম।