Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার অনলাইন ডেস্ক : রাজধানীর বনশ্রী বিশ্বরোড এলাকায় বিএনপির ডাকা দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়ালের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী শহরে মশাল মিছিল বের করে মহাসড়ক অবরোধ করে।

মিছিলটি বনশ্রী হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত প্রদক্ষিণ করে সড়ক অবরোধ করে রাখে।

মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. আউয়াল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার একদফা দাবি বাস্তবায়ন করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মহিউদ্দিন মাহি, ডা. সাব্বির, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ডা. মুনতাসির, মহানগর ছাত্রদল নেতা খন্দকার আমান, মিরাজ হোসেন, সিয়াম, আশরাফুল আসাদ, আল আমিন, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান হোসেন, কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহজালাল সর্দার, বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাওসার, রাসেল, ঢাকা কলেজ ছাত্রদল সহসম্পাদক নিয়ন, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের মো. আবু সালেহ হিরোন, মো. সাহেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সম্পাদক জুম্মন প্রধান, বরগুনা জেলা ছাত্রদল সম্পাদক হৃদয়সহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী।