Thu. Oct 16th, 2025
Advertisements

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য-বেলকা গ্রামের ১০ বছর বয়সী এক  শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় হাবিবুর রহমান (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছ পুলিশ।

 বুধবার(০৮ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত আসামী হাবিবুর রহমানকে আদালতে পাঠানো হয়। সে শান্তিরাম ইউনিয়নের উত্তর পরান গ্রামের মৃত আক্তার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে সুযোগ বুঝে হাবিবুর রহমান ঐ শিশুকে ধর্ষণের চেষ্টা করে। শিশুর আর্ত-চিৎকারে বিষয়টি জানাজানি হয়। পরে হাবিবুরকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিশেষ ধারায় থানায় মামলা করেন।এ মামলায় হাবিবুরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান জানান, শিশু ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তারকৃত আসামী হাবিবুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।