Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে নাশকতার অভিযোগে মামলায় গ্রেফতার করেছে পুলিশ।  বুধবার ভোর রাতে ঢাকা থেকে পিরোজপুরে আসার পথে তাকে গ্রেফতার করা হয় গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে।
দলীয় কাজের জন্য জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ঢাকায় গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথে তাকে পুলিশ গ্রেফতার করে পিরোজপুরে নিয়ে আসে। তাকে নাশকতার দায়ে অভিযুক্ত করে মামলা দেয়া হয়েছে।
আটক বিএনপি নেতা লাভলু গাজীর স্ত্রী জেলা মহিলা দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি তামান্না জামান জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার বেলি রোডের বাসার সামনে ঘুরতে বের হন লাভলু গাজী। এ সময় সেখান থেকে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে তার স্বামীকে আটক করে তুলে নিয়ে যাওয়া হয়।
অহিদুজ্জামান লাভলু গাজী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের ছোট ভাই। লাভলু গাজী’র স্ত্রী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি তামান্না জামান আশা তার স্বামীর মুক্তি ও নিরাপত্তা চান।
পিরোজপুর জেলা বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, মঙ্গলবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে ঢাকার বেলি রোড এলাকা থেকে আটক করা হয়েছে। সরকার বিএনপির বর্তমান আন্দোলনকে ভয় পেয়ে পুলিশ দিয়ে বিএনপির নেতাকর্মীদের যে গণগ্রেপ্তার করছে তার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অবিলম্বে গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর মুক্তিসহ সব নেতাকর্মীর মুক্তি দাবি করেন।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন জানান, নাশকতার অভিযোগে মামলায় গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে ঢাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।