Tue. Oct 21st, 2025
Advertisements

সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ ‘পুরষ্কার নয়, অংশ গ্রহণই বড় কথা’ এই শ্লোগান নিয়ে ঐতিহ্যবাহী পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ১০৬তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে এ বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১০৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জাতীয় পতাকা, বেলুন ফেস্টুন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। প্রধান অতিথির বক্তৃতায় মোঃ নূর কুতুবুল আলম বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। এই সরকার শিক্ষার মান উন্নয়নে বিনামূল্যে বই, উপবৃত্তি, শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধিসহ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন করেছেন।

স্বনামধন্য ঐতিয্যবাহী পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। এসময় ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম, সিভিল সার্জন জনাব ডাঃ এস এম কবির হাসান, জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র শীল ।