
খোলাবাজার অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে অভ্যন্তরীণভাবে ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো সামরিক সরঞ্জামাদি স্থানান্তর করতে দেখেছে। স্যাটেলাইটে এমন চিত্র ধরা পড়ার বিষয়টি দুটি মার্কিন গোয়েন্দা সূত্র সিএনএনকে জানিয়েছে।
এটি ইসরায়েলি ভূখণ্ডসহ ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সম্ভাব্য ইরানি হামলার সর্বশেষ ইঙ্গিত বলে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম জেরুজালেম পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন সূত্রগুলো এটা নিশ্চিত নয় যে, ইরান তার নিজস্ব ভূখণ্ড থেকে হামলা করবে নাকি প্রক্সিদের দিয়ে হামলা চালাবে। আবার হামলা ইসরায়েলের ভূখণ্ডে হবে নাকি গাজায় থাকা ইসরায়েলি সেনাদের হবে সেটিও সুস্পষ্ট নয়।
এদিকে বাইডেন প্রশাসন ইসরায়েলকে সম্ভাব্য ইরানি হামলার পর কিছু না জানিয়ে প্রতিক্রিয়া দেখাতে বারণ করেছে। সিনিয়র ইসরায়েলি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরান আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলে আক্রমণ করতে পারে বলে বৃহস্পতিবার খবর প্রকাশি করেছিল প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এতে বলা হয়, ইহুদি রাষ্ট্রটির উত্তর বা দক্ষিণে এই হামলা হতে পারে।