Sun. Oct 12th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ১১ অক্টোবর ২০১৫ : ইসলামিক স্টেটের প্রধান ও কথিত ‘খলিফা’ আবু 74বকর আল বাগদাদির গাড়িবহরে হামলা চালানোর দাবি করেছে ইরাকি সামরিকবাহিনী। ইরাকের সিরীয় সীমান্তবর্তী স্থানে এ হামলা চালানো হয় বলে দাবি করেছে তারা। তবে বাগদাদি এ ঘটনায় হতাহত হয়েছেন কি না তা জানানো হয়নি। এর আগেও বাগদাদিকে লক্ষ্য করে হামলা এবং তাকে হত্যার দাবি করেছিলো ইরাকিবাহিনী। তবে পরবর্তীতে তা ভুল প্রমাণিত হয়। রোববার ইরাকের ‘ওয়ার মিডিয়া সেল’ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আইএস নেতাদের এক বৈঠকে যোগ দিতে ইরাকের কারাবলা যাওয়ার পথে বাগদাদির গাড়িবহরে বিমান হামলা চালানো হয়। সাধারণত আইএস এর বিরুদ্ধে যুদ্ধে ইরাকি বাহিনীর অগ্রগতির বিষয়ে ইরাকের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে বিবৃতি প্রকাশ করা হয় এই মিডিয়া সেল থেকে। কারাবলা ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত। স্থানটি সিরীয় সীমান্ত থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত। তবে কখন এই হামলা চালানো হয়েছে তা নিশ্চিত করা হয়নি ওই বিবৃতিতে। বাংলা নিউজ ২৪