খোলাবাজার অনলাইন ডেস্ক : বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার পরিতোষ সরকার সম্প্রতি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়ে একই ব্যাংকে যোগদান করেছেন। পরিতোষ সরকার ১৯৯১ সালে তৎকালীন আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড ( বর্তমানে এবি ব্যাংক লিমিটেড) এর প্রবেশনারী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে যোগদানের আগে তিনি প্রবাসী কল্যাণ ব্যাংক ও ডাচ -বাংলা ব্যাংক লিমিটেডএ শাখা প্রধান ও বিভাগীয় প্রদান সহ বিভিন্ন গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (১৩তম ব্যাচ) পরিসংখ্যান থেকে অনার্স সহ বিএসসি ও এমএসসি ডিগ্রী অর্জনকারী পরিতোষ সরকার পরবর্তীতে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি একজন এসিআই (প্যারিস) সার্টিফায়েড ট্রেজারী ডিলার।