Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : সম্প্রতি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল)-এর নতুন একটি উপশাখা ”লক্ষীপুুর” অত্যাধুনিক সকল ব্যাংকিং সুবিধা সহ উদ্বোধন করা হয়।

বিসিবিএল পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব হুমায়ুন বখতিয়ার এফসিএ এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব গোলাম ফারুক পিংকু এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো: তাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ও লক্ষীপুর বনিক সমিতির সভাপতি জনাব সালাউদ্দিন টিপু, বিসিবিএল এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আব্দুল কাদের। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জনাব বাহারউদ্দীন, ব্যবসায়ী জনাব মো: সেলিম, চেয়ারম্যান জনাব শেখ মজিব, মান্দারী বাজার শাখার এবং রায়পুর শাখার ব্যবস্থাপক, সংশ্লিষ্ট উপশাখার ইনচার্জ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত গ্রাহকবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রত্যাশা ব্যক্ত করে বলেন ”লক্ষীপুর” উপশাখাটি দ্রুততম সময়ে সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের মন জয় করতে পারবে।
সভাপতি জনাব হুমায়ুন বখতিয়ার এফসিএ আশা প্রকাশ করেন যে, সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই নতুন উপশাখা নিজস্ব এলাকার অর্থনীতিকে আরও বেগবান করতে যথাযথ ভূমিকা পালন করবে। নতুন উদ্বোধিত উপশাখা এলাকা ক্রমবর্ধিষ্ণু ব্যবসায়িক এলাকা হিসেবে অবহিত করে বলেন, আমাদের নতুন উপশাখাটি ব্যাংকিং নিয়মের মধ্যে থেকে এলাকার গ্রাহকবৃন্দকে সকল ধরনের ব্যাংকিং সেবা প্রদানে দৃঢ় প্রতিজ্ঞ। গ্রাহকবৃন্দকে সর্বোচ্চমানের সেবা প্রদান নিশ্চিতকল্পে তিনি উপশাখার ইনচার্জ সহ সকল কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তাঁর বক্তব্যে দেশের সকল অঞ্চলে বাংলাদেশ কমার্স ব্যাংকের সেবাকে দ্রুত সম্প্রসারন করার প্রত্যাশা ব্যক্ত করেন, পাশাপাশি তিনি গ্রাহক সেবার উপর সর্বাধিক গুরুত্বারোপ করে ব্যবসা-বাণিজ্যের সকল ক্ষেত্রে ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের কথা সভায় উপস্থিত সকলকে অবহিত করেন। বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ব্যাংকারদের প্রতি গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

সবশেষে ব্যাংকের কার্যক্রম ও অগ্রগতির জন্য মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত কামনা করা হয়।