Mon. Mar 31st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে।
নির্বাচনে ১৯টি পদের মধ্যে সভাপতি পদে ফারুক আহম্মেদ সরদার এবং সাধারণ সম্পাদক পদে মোঃ শহিদুল হক খান পান্নাসহ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল গভীর রাতে ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট রাজ শেখর দাস।
নির্বাচনে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের ফারুক আহম্মেদ সরদার ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব খান মোঃ আলাউদ্দিন পেয়েছেন ৯২ ভোট। সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী মোঃ শহীদুল হক খান পান্না ১৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব এমডি আউয়াল মিয়া পেয়েছেন ১০৫ ভোট।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন কাজী ও মজিবর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ কুমার মাঝি ও মিসেস রহিমা আক্তার হাসি। অর্থ সম্পাদক সুখরঞ্জন দেউরী, গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক আব্দুল হালিম শরীফ, আপ্যায়ন সম্পাদক সুজন কুমার গাইন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ এ হালিম হাওলাদার, খেলাধুলা সম্পাদক আকন্দ রুহুল আমিন, হিসাব নিরীক্ষক সম্পাদক আবুল কালাম আজাদ তালুকদার। সদস্য পদে নির্বাচিতরা হলেন- উত্তম কুমার হালদার, আনোয়ার হোসেন তালুকদার (স্বপন), উত্তম কুমার ঘোষ, শফিকুল ইসলাম স্বপন, সেলিনা সুলতানা, মোঃ মিজানুর রহমান ও আনোয়ার হোসেন আকন।
নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ৩২৭ জন ভোটারের মধ্যে ৩০০ জন সদস্য ভোট প্রদান করেন।