Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
_upscale

খোলাবাজার অনলাইন ডেস্ক : ১৪০০ এর অধিক শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি-এর উদ্যোগে দিনব্যাপী জাল নোট সনাক্তকরণ এবং এর প্রচলন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ মে (শনিবার) রাজশাহীর একটি স্থানীয় মিলনায়তনে ব্যাংকের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক রুপ রতন পাইন এবং রির্সোস পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক মোঃ মোতাহার হোসেন এবং সহকারী পরিচালক মোঃ শামিম হোসেন। এ সময় আইএফআইসি ব্যাংকের হেড অব কারেন্সি ম্যানেজমেন্ট, জনাব উইলিয়াম চৌধুরী, রাজশাহী শাখা-ব্যবস্থাপক জনাব রবিউল ইসলাম-সহ উর্ধ্বতন কর্মকর্তারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় আইএফআইসি ব্যাংকের রাজশাহী, কুষ্টিয়া, পাবনা অঞ্চলের প্রায় শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।