Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার অনলাইন ডেস্ক : আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৪৭তম বার্ষিক সাধারণ সভা আজ বৃহস্পতিবার সকাল ১১:০০টায় হাইব্রিড মুডে রাজধানীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাব ঢাকা-তে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের মাননীয় চেয়ারম্যান জনাব সালমান এফ রহমান এমপি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য জনাব এ.আর.এম. নজমুস্ ছাকিব, জনাব সুধাংশু শেখর বিশ^াস, জনাব কামরুন নাহার আহমেদ, জনাব মোঃ গোলাম মোস্তফা, জনাব শাহ মঞ্জুরুল হক, ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা এবং কোম্পানি সচিব জনাব মোকাম্মেল হক উপস্থিত ছিলেন। এ ছাড়াও ভাইস চেয়ারম্যান জনাব আহমেদ সায়ান ফজলুর রহমান ভার্চুয়াল পদ্ধতিতে উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার মালিকের উপস্থিতিতে সভায় অন্যান্য বিষয়ের মধ্যে ২০২৩ সালে সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং তার ওপর নিরীক্ষক ও পরিচালকবৃন্দের প্রতিবেদন এবং ৫ শতাংশ বোনাস শেয়ার বিতরণের প্রস্তাব অনুমোদিত হয়।
পরিশেষে অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে ব্যাংকের চেয়ারম্যান জনাব সালমান এফ রহমান এমপি সভার সমাপ্তি ঘোষণা করেন।