Tue. Oct 21st, 2025
Advertisements

এম.আবুল হোসেন দুলালঃ আমার দেশ পত্রিকার সম্পাদক ও সাবেক বানিজ্য উপদেষ্টা ড. মাহমুদুর রহমান মিথ্যা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর), ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের কথিত অভিযোগে দায়ের করা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন মাহমুদুর রহমান।