ভান্ডারিয়া(পিরোজপুর)প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া জমিজমা সংক্রান্তোর জেরে মামলা করেছে আদালতে মামলা করেছেন দাওয়া ইউনিয়নের মুদাসের আলীর ছেলে মোঃ ইলিয়াস হোসাইন। মামলা সুত্র জানাযায় উপজেলার জেলা এল নং ১৮ ধাওয়া মৌজায় ১৩১৯ নং এস এ খতিয়ােনর পৈত্রিক ও কমলা সূত্রে ৬০,৪৫ শতাংশ জমির মধ্যে ১,৫০ শতাংশ বিরোদিয় ভুমিকা মালিক ইলিয়াস হোসাইন,উক্ত জমি মামলা সূত্রে ও হারুন হাওলাদার জমি করে হারুন হাওলাদার জবরদখল করে ভোগ দখল করছে এ বিষয়ে জমির মালিক ইলিয়াস হোসাইন পিরোজপুর আদালতে বিষয়ে জমির মালিক ইলিয়াস হোসেন পিরোজপুর আদালতে ৩০ সেপ্টেম্বর ২৪ একটি এমপি মামলা দায়ের করেন।যাহা শুনানি শেষে বিজ্ঞ আদালত উক্ত জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ১৪৪ তারা জারি করে আদেশ দেন।বিবাদী হারুন হাওলাদার রং পাঁচ অক্টোবর রাতে আদালতের আদেশ অমান্য করে নালিশি জমিতে শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করে ভবন নির্মানে কাজ করেন। এ বিষয়ে বিবাদী হারুন হাওলাদারের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের বলেন আমি আদালতের আদেশ অমান্য করে কোনের কোন কাজ করি নাই।