Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

নীলফামারী প্রতিনিধি: সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ পদকে ভূষিত হয়েছেন দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিন।

১৯ এপ্রিল মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল-এর উদ্যোগে ঢাকার ইকোনমিকস রিপোর্টার্স ফোরামে “মানবতার কল্যাণে মাদার তেরেসা” শীর্ষক আলোচনা সভা ও মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

সমাজসেবায় নিরলস প্রচেষ্টা ও মানবিক কার্যক্রমের জন্য দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিনকে ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যা

ওয়ার্ড ২০২৫’ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় বিচারপতি মীর হাসমত আলী। এসময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, ইবাইস বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ, মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদার তেরেসা ওয়েল ফেয়ার কাউন্সিলের উপদেষ্টা মোঃ মুজিবুর রহমান চৌধুরী। এছাড়াও দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজনেরা উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণকালে দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিন বলেন,‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ এই সম্মান আমার কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। যারা আমাকে প্রতি মুহুর্তে প্রতিটি কাজে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

উল্লেখ্য, মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল প্রতি বছর সমাজসেবা, মানবাধিকার এবং সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের এই পদক দিয়ে সম্মানিত করে থাকেন।