খোলাবাজার অনলাইন ডেক্সঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে একটি কুচক্রী গোষ্ঠীর দেশব্যাপী চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে আজ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে নয়া পল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় আহ্বায়ক জনাব নাদিম চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবং ঢাকা জেলার নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্যকালে জনাব নাদিম চৌধুরী বলেন, “বিএনপি ও দেশনেতা তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এই ষড়যন্ত্র প্রতিহত করতে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে। সকল অপশক্তিকে মোকাবিলা করে জাতীয়তাবাদী আন্দোলনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে তোলা হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের শীর্ষস্থানীয় নেতা জনাব আবদুস সালাম ভূঁইয়া ও অন্যান্য নেতৃবৃন্দ। তারা সকলেই দলের নেতৃত্ব ও তারেক রহমানের প্রতি অটুট আস্থার কথা ব্যক্ত করেন এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনের নাইট অ্যাঙ্গেল মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, মৎস্যজীবী দলের প্রতিটি নেতাকর্মী দলের চেতনায় উজ্জীবিত হয়ে দলের ভাবমূর্তি রক্ষায় নির্ভয়ে ও সাহসিকতার সঙ্গে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।