Mon. Aug 25th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খুলনা প্রতিনিধি: আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় শাহাদাতবার্ষিকীতে সিদ্দিকীয়া জামেয়া-ই-মাদানিয়া ট্রাস্ট খুলনা তার জীবন ও কর্মের ওপর আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। শনিবার শহরের সিদ্দিকীয়া কামিল মাদরাসার হাজী শেখ আব্দুর রশিদ মিলনায়তনে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিদ্দিকীয়া জামেয়া-ই-মাদানিয়া ট্রাস্টের চেয়ারম্যান শামীম সাঈদী। তিনি বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন বাংলাদেশের জন্য অফুরন্ত সম্পদ। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবন ছিল রাসুল (সা) এর নির্দেশিত জীবন।

ফ্যাসিস্ট ও স্বৈরশাসকের আমলে তাকে মিথ্যা মামলায় কারাবন্দি রাখা হয়েছিল। তিনি সারা জীবন দেশ ও দেশের মানুষের কল্যাণের কথাই বলেছেন।

তিনি আরো বলেন, আল্লামা সাঈদী কোরআন ও হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয়তা সর্বদা তুলে ধরেছেন। তার কর্মতৎপরতা দেশের মানুষের জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ইতিহাসে আল্লামা সাঈদীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্দিকীয়া জামেয়া-ই-মাদানিয়া ট্রাস্টের ভারপ্রাপ্ত সেক্রেটারি এসএম আজিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন সিদ্দিকীয়া কামিল মাদরাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দারুল কুরআন সিদ্দিকীয়া মাদরাসার সভাপতি শেখ আসাদুর রহমান। প্রধান আলোচক ছিলেন সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী। বক্তব্য দেন-মহিলা শাখার শিক্ষিকা শাকিলা উম্মে নূর, সহকারী মাওলানা আব্বুর রাজ্জাক এবং সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম।