Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16 শনিবার, ২৯ আগস্ট ২০১৫
চট্টগ্রাম: পুলিশি বাধায় মানববন্ধন কর্মসূচি পালন করতে পারেনি চট্টগ্রাম মহানগর বিএনপি। গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজিন করা হয়েছিল।

শনিবার সকাল ১০টা থেকে কর্মসূচি পালনের জন্য চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে নেতা-কর্মীরা। ১০টা ২০ মিনিটের দিকে কর্মসূচি শুরু হয়।

নগর বিএনপির ব্যাপারে কর্মসূচি পালন করা হলেও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন ছাড়া অন্য কোন নেতা সেখানে উপস্থিত ছিলেন না।

এদিকে শুরু হওয়ার পর পুলিশ কর্মসূচি পালনে বাধা দেয়।

অনুমতি না থাকায় কর্মসূচি পালনে বাধা দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের বাধা উপেক্ষা করে কর্মসূচি পালন করতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ‍পুলিশ ব্যানার কেড়ে নেয়। এরপর নেতা-কর্মীরা দ্রুত কর্মসূচি স্থল ত্যাগ করে।

নগরীর কোতোয়ালী থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতা-কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করতে চেয়েছিল। কিন্তু এজন্য তারা কোন অনুমতি নেননি।

তিনি বলেন, নগর বিএনপির ব্যানারে কর্মসূচি শুরু করেছিল। পুলিশ দেখে তারা দ্রুত স্থান ত্যাগ করে।