Thu. Oct 16th, 2025
Advertisements

কুষ্টিয়া প্রতিনিধি : সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতি মিলনায়তনে এক মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
মোঃ আসাদুজ্জামান বলেন,জুলাই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে। সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে। এর থেকে বেশি দ্রুততার সাথে বিচার কার্য শেষ করলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বলেন, দেশের আদালতগুলোতে যে মামলা জট রয়েছে, তা দূর করতে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে। এরই মধ্যে তার কিছু সুফল ও পাওয়া গেছে। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, শহীদ আবরার ফাহাদের বিচার কাজ যাতে দ্রুত শেষ হয় সেই চেষ্টাও অব্যাহত রয়েছে। আসামিপক্ষ আপিল বিভাগে গেছেন, আশা করা যায় খুব শিগ্রই বিষয়টি সেখানে নিষ্পত্তি হবে।
এর আগে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল। তিনি কুষ্টিয়া আইনজীবী সমিতির ভবন সহ বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। সভায় সভাপতিত্ব করেন, কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হারুন অর রশিদ। সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী,আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাতিল মাহমুদ সহ অন্যরা বক্তব্য রাখেন।