খোলাবাজার : ২০ দলীয় জোটরে অন্যতম শরীক দল ন্যাশনাল ডমেোক্রটেকি র্পাট-ি এনডপিরি কন্দ্রেীয় র্কাযালয়ে ১লা সপ্টেম্বের সকাল ১০টায় এনডপিি কন্দ্রেীয় কমটিি ও ঢাকা মহানগর শাখার সাধারণ সভা অনুষ্ঠতি হয়। সভায় সভাপতত্বি করনে র্পাটরি চয়োরম্যান খোন্দকার গোলাম র্মোত্তজা।
সভায় গুরুত্বর্পূণ বক্তব্য রাখনে র্পাটরি ভারপ্রাপ্ত মহাসচবি মোঃ মঞ্জুর হোসনে ঈসা, প্রসেডিয়িাম সদস্য চৌধুরী হাববিুর রহমান, ক্বারী আবু তাহরে, ভাইস চয়োরম্যান জামলি আহমদে, দপ্তর সম্পাদক মোঃ মুছা, স্বচ্ছো বষিয়ক সম্পাদক মোঃ আলম হোসনে, শ্রমকি শাখার সভাপতি মোঃ মনরি হোসনে, মহলিা শাখার সদস্য সচবি দওেয়ান দলিরুবা, ছাত্র শাখার সদস্য সচবি মরিাজ হোসনে, আবু রায়হান, বোরহানউদ্দনি সহ প্রমুখ।
সভায় ২০ দলীয় জোটরে অন্যতম শরীক দল ন্যাশনাল ডমেোক্রটেকি র্পাট-ি এনডপিি আগামী ১০ সপ্টেম্বের ২৬তম প্রতষ্ঠিার্বাষকিী উপলক্ষে ৩ দনিরে র্কমসূচী ঘোষণা করনে র্পাটরি চয়োরম্যান খোন্দকার গোলাম র্মোত্তজা। র্কমসূচী ঘোষণার র্পূবে ২০ দলীয় জোটরে অন্যতম র্শীষনতো, সাবকে প্রধানমন্ত্রী, জাতীয় র্পাটরি চয়োরম্যান কাজী জাফর আহমদেরে মৃত্যুতে শোক প্রস্তাব করা হয় এবং তার বদিহেী আত্মার মাগফরোত কামনা করা হয়।
র্কমসূচীঃ ৮ সপ্টেম্বের সকাল ১০ টায় কন্দ্রেীয় র্পাটি অফসি থকেের্ যালেী। ৯ সপ্টেম্বের বদ্যিুৎ গ্যাস ও তলেরে মূল্য বৃদ্ধতিে সারাদশেে জনগণদরে সাথে জনমত সৃষ্টি করার লক্ষ্যে গণসংযোগ ও লফিলটে বতিরণ। ১০ সপ্টেম্বের সকাল ৬টায় দলীয় র্কাযালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন। সকাল ১১টায় প্রতষ্ঠিার্বাষকিীর আলোচনা সভা ও ককে কাটা। প্রতষ্ঠিা র্বাষকিীর আলোচনা সভায় প্রধান অতথিি হসিবেে উপস্থতি থাকবনে বএিনপরি স্থায়ী কমটিরি সদস্য, সাবকে রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান। বশিষে অতথিি হসিবেে বক্তব্য রাখবনে ২০ দলীয় জোটরে র্শীষ নতেৃবৃন্দ।
সভাপতি তার সমাপণী বক্তব্যে প্রতষ্ঠিা র্বাষকিী সফল করার জন্য এনডপিরি সকল স্তররে নতোর্কমীদরেকে আহ্বান জানান।
(খোলাবাজার/জিএম/০১-০৯-২০১৫)