বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
সারা দেশে মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ও থ্রীহুইলার চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিকরা।
মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়ে বুধবার সকাল ৮টা থেকে বিক্ষোভ করছেন অটোরিকশা মালিক-শ্রমিকরা। এ সময় মহাসড়কে চলাচলকারী ৪টি লোকাল বাস ভাঙচুর করেছে তারা। ফলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাউতলি থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম দ্য রিপোর্টকে জানান, অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ কাজ করছে।