Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে বৈঠক শেষে রবিবার বিকেলে দেশে ফিরছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানযোগে রবিবার বিকেল ৪টার দিকে কাদের সিদ্দিকীর ঢাকায় ফেরার কথা। খবরটি নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী ফরিদ আহমদ।

ফরিদ আহমদ জানান, প্রণব মুখার্জীর সঙ্গে কাদের সিদ্দিকীর বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয়েছে। প্রণব মুখার্জীর প্রয়াত স্ত্রী শুভ্রা মুখার্জীর শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে ভারতে গেলেও বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে।

কাদের সিদ্দিকী ২৭ আগস্ট ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর আমন্ত্রণে সেখানে যান। ২৮ আগস্ট শুভ্রা মুখার্জীর শ্রাদ্ধতে অংশ নেন।