রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী দুই বাসের চাপে পিষ্ট হয়ে আবুল কালাম (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী পথচারী মিজানুর রহমান জানান, আবুল কালাম নামে ওই যাত্রী বাসে উঠতে গেলে অপর একটি বাস এসে চাপ দেয় তাকে। এ সময় দুই বাসের মধ্যে পিষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রঞ্জিত সাহা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গাবতলীগামী ৮ নম্বর দুটি বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাস দুটি আটক করা হয়েছে। ওই যাত্রীর কাছে থাকা কাগজপত্র ও মোবাইল ফোন থেকে তাঁর নাম জানা গেছে।