Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
রাজধানী ঢাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু হবে আগামীকাল। ঢাকা সিটি করপোরেশনের মধ্যে থাকা ১৫টি থানায় কর্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ তথ্য সংগ্রহের কাজ চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। রোববার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, তৃতীয় ধাপে অন্যান্য উপজেলার সঙ্গে ঢাকা সিটি করপোরেশনের ১৫টি থানায় আগামীকাল সোমবার থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। যা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ আগামী ২৫ জুলাই থেকে শুরু হয়।

নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, “এবার একসঙ্গে তিন বয়সীদের (বর্তমানে যাদের বয়স ১৫-১৭ বছর) তথ্য সংগ্রহ করা হবে। ভোটারযোগ্য হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে চূড়ান্ত তালিকাভুক্ত করা হবে।”
দেশের ৫১৪ উপজেলায় তিন ধাপে তথ্য সংগ্রহ চলবে; ২৫ জুলাই ১৮৯ উপজেলায়, ১৬ আগস্ট ১৮৪ উপজেলায় এবং ৭ সেপ্টেম্বর ১৪১ উপজেলায় কাজ শুরু হবে।

ইসি সচিব বলেন, “এ কার‌্যক্রমের আওতায় অর্ধলক্ষাধিক তথ্য সংগ্রহকারী ৪৬০০ ইউনিয়ন পরিষদ, ৩২০ পৌরসভা, ১২টি ক্যান্টমেন্ট বোর্ড ও ১১টি সিটি করপোরেশনে নাগরিকদের নিবন্ধনের আওতায় আনতে দুই সপ্তাহ ধরে বাড়ি বাড়ি যাবে।”

পরে ছবি তোলা ও আঙ্গুলের ছাপ সংগ্রহে নাগরিকদের নির্ধারিত নিবন্ধনকেন্দ্রে আসতে হবে। সর্বশেষ ২০১৪ সালে ভোটার তালিকা হালনাগাদ করা হয়।

রাজধানীর থানাগুলো হলো:
ঢাকা দুই সিটির লালবাগ, সবুজবাগ, উত্তরা, কোতোয়ালী, মতিঝিল, রমনা, গুলশান, ধানম-ি, ডেমরা, মোহাম্মদপুর, সুত্রাপুর, মিরপুর, পল্লবী, ক্যান্টনমেন্ট ও তেজগাঁও।

আসাদুজ্জামান জানান, দেশের ৫১৪ উপজেলায় তিন ধাপে তথ্য সংগ্রহ ও ছবি, আঙ্গুলের ছাপ নিয়ে নাগরিকদের নিবন্ধন চলছে। প্রথম ধাপে ১৮৯ উপজেলা, দ্বিতীয় ধাপে ১৮৪ উপজেলা ও তৃতীয় ধাপে ঢাকা সিটি করপোরেশনসহ ১৪১ উপজেলায় হালনাগাদের কর্মসূচি রয়েছে।
বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কাজ গত ২৫ জুলাই দেশজুড়ে শুরু হয়। তিন ধাপে পুরো

দেশের নিবন্ধন কাজ শেষ হবে ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারিতে।
সর্বপ্রথম ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম শুরু হওয়ার পর ১৮ বছরের কম বয়সী নাগরিকদের এবারই প্রথম নিবন্ধন ও পরিচয়পত্র দেয়ার উদ্যোগ নিয়েছে ইসি। পরবর্তীতে এসব নাগরিকের ১৮ বছর পূর্ণ হলে পর্যায়ক্রমে ভোটারতালিকায় অন্তর্ভূক্ত করা হবে।

বর্তমানে ৯ কোটি ৬২ লাখের বেশি ভোটার রয়েছে। এবার হালনাগাদে আরো ৭২ লাখ নতুন ভোটারযোগ্য নাগরিক নিবন্ধনের আওতায় আসবে।