Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
প্রথমবারেরমত মাঠে নামল ব্রাজিল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ব্রাজিলের প্রতিপক্ষ কোস্টারিকা। গত বিশ্বকাপে চমক দেখানো কোস্টারিকাকে হারাতে অবশ্য বেশ ঘাম ঝরাতে হয়েছে কার্লোস দুঙ্গার দলকে। পেশিবহুল হাল্কের একমাত্র গোলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধান নিয়েই মাঠ ছেড়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচটি মাঠে গড়ানোর আগেই চোট পেয়েছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। যে কারণে তার খেলা নিয়ে বেশ সংশয় ছিল। তবে, কোচ দুঙ্গা বেশ আশাবাদী ছিলেন তার খেলার ব্যাপারে। যদিও নিউ জার্সির দশকরা নেইমারকে মাঠে দেখেছিলেন, তাও মাত্র ৮ মিনিটের জন্য। খেলার ৮২ মিনিটে ডগলাস কস্তার পরিবর্তে মাঠে নামানো হয় বার্সা তারকাকে।

দীর্ঘ দিন পর দলে ফেরা কাকাও ছিলেন না সেরা একাদশে। খেলার ৬৭ মিনিটে গোলদাতা হাল্কের পরিবর্তে মাঠে নামেন কাকা। সব মিলিয়ে প্রীতি ম্যাচটিতে ৬জন খেলোয়াড় পরিবর্তন করে দুঙ্গার তার পুরো দলটিকেই যাচাই-বাছাই এবং পরীক্ষা-নীরিক্ষা করে দেখেন।

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর এই ম্যাচ নিয়ে বেশ আশাবাদী ছিল সমর্থকরা। কিন্তু; পুরো ম্যাচে অসংখ্য সুযোগ পাওয়া সত্ত্বেও কোস্টারিকার জালে আর কোন বল জড়াতে পারেনি ব্রাজিল।

খেলার ৫ম মিনিটেই নিশ্চিত গোলের সুযোগ মিস করেন ডিফেন্ডার ডেভিড লুইজ। হাল্কের বাড়ানো বলে শট করেন তিনি। কিন্তু গোলরক্ষক প্যাট্রিক পেম্বারটন ফিরিয়ে দেন সেটি। এরপর একটু পর হাল্কের দুর্দান্ত এক ফ্রি কিক ফিরিয়ে দেন গোলরক্ষক।

তবে, শেষ রক্ষা করতে পারেননি। ১০ মিনিটেই কোস্টারিকানরা পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করলে বল নিয়ন্ত্রণে নেয় ব্রাজিল এবং দুর পাল্লার এক ক্রসে হাল্ককে বল দেন দানিলো। এরপর একজন ডিফেন্ডারকে কাটিয়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন হাল্ক।

১৬ মিনিটে গোল করতে পারতেন ম্যানসিটি মিডফিল্ডার ফার্নান্দিনহোও। লুকাস লিমার পাস ধরে একেবারে গোলমুখে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু গোলরক্ষকের বাধার কারণে শেষ পর্যন্ত আর পারেননি।

আক্রমন করেছিল কোস্টারিকাও। বরং খেলার একেবারে শুরুতেই সুবর্ণ সুযোগ পেয়েছিল তারা। কিন্তু সেটি কাজে লাগাতে না পারার খেসারত পুরো ম্যাচেই দিতে হয়েছে তাদের।