সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫ : সেন্টার ফর সার্ভিসেস এ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটির (সিএসআইডি) শিশুশ্রম নিরসনে চলমান প্রকল্পে শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ড. ইনামুল হক।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে এ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। এনামুল হকের শুভেচ্ছা দূত হিসেবে যোগদান উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।
বাংলাদেশের শিশু শ্রম নিরসনে অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতায় ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পৃষ্ঠপোষকতায় সিএসআইডি’র ‘এন ইনক্লুসিভ এ্যাপ্রোচ টু এমপাওয়ারিং ওয়ার্কিং চিলড্রেন’ প্রকল্পটি চলমান রয়েছে বলে জানান সিএসআইডি’র প্রকল্প ব্যবস্থাপক আকরাম হোসাইন।
এছাড়া ঢাকা শহরের বস্তিতে বসবাসরত ও ঝুঁকিপূর্ণ শ্রমে নিযোজিত শিশুদের অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন নীতি ও আইন প্রণয়ন এবং বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনটি সরকারের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।
এ সময় এনামুল হক বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমাদের দেশের জনসংখ্যা যেমন বেড়েছে, তেমনি বঞ্চিত, অবহেলিত ও নিপীড়িত মানুষের সংখ্যাও বেড়েছে। বেঁচে থাকার জন্য মানুষের শ্রমের প্রয়োজন আছে। তবে সেই সঙ্গে তার বয়সটাও দেখতে হবে। শ্রমের নামে শিশুরা আমাদের দেশে বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে।’
এ পরিস্থিতি থেকে উত্তরণে মানসিকতার পরিবর্তন দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘সচেতনতার অভাবে শিশুরা প্রতিনিয়ত নানাভাবে আক্রান্ত হচ্ছে। তবে আমাদের হতাশ হলে চলবে না। সেইসব অবহেলিত শিশুদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারলে আমাদের জনবল বিশ্বের কাছে আলাদা মাত্রা নিয়ে আসবে।’
এ সময় তিনি শিশু শ্রম নিরসনে সাধ্যমতো কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সিএসআইডি’র নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এ্যাডভোকেসি ডিরেক্টর চন্দন জেড গোমেজ প্রমুখ।