নেত্রকোণা জেলার ছোট বাজারস্থ প্রধান সড়কে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১২৫তম শাখার কার্যক্রম শুরু করা হয়েছে।
৬ সেপ্টেম্বর, ২০১৫, রবিবার ব্যাংকের পরিচালক আলহাজ্জ নাজমুল আহসান খালেদ প্রধান অতিথি হিসেবে শাখাটির শুভ উদ্বোধন ঘোষনা করেন। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্জ এ জেড এম শামসুল আলম।
অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য রাখেন ব্যাংকের ঢাকা নর্থ জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনির আহমেদ। এ সময় আরো বক্তব্য রাখেন নেত্রকোণা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক শাহ্ মোঃ বাকী বিল্লাহ্ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিচালক আলহাজ্জ নাজমুল আহসান খালেদ বলেন, শুধু আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। বরং মানুষকে সুদের ভয়াবতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য থেকেই এ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান নেত্রকোণার ব্যবসায়ীসহ বসবাসকারী সকলকে ইসলামী ব্যাংকিংয়ের অনন্য সেবা গ্রহণের উদাত্ত আহŸান জানান। তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নতি সম্ভব। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই অঞ্চলের সকল ব্যবসায়িক কার্যক্রমে সহযোগী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।