সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০১৫ : যানজট নিয়ন্ত্রনে ঢাকার মধ্যে চলাচলকারী বাস মালিকদের সহযোগিতা চাইলেন ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগ। আজ সোমবার সাড়ে ৩টায় ডিসি ট্রাফিক উত্তর অফিস নিকুঞ্জ-২ এ গাড়ির মালিকদের সচেতনমূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
সচেতনতা কার্যক্রমের প্রধান অতিথি ছিলেন ডিসি ট্রাফিক (উত্তর) প্রবীর কুমার রায়। অনুষ্ঠানে এডিসি ট্রাফিক (উত্তর) হুমায়রা পারভীন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মেরিন সুলতানা, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু ইউছুফ ও ঢাকার মধ্যে চলাচলকারী বাস মালিকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রবীর কুমার রায় বাস মালিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সচিত্র প্রতিবেদনে দেখছেন ড্রাইভাররা কত ধরনের ভুল করে। অথচ মামলা করলে তারা আপনাদেরকে যা বলে আপনারা তাই বিশ্বাস করেন। বাস-বে তে ড্রাইভাররা অনেকক্ষন বাস দাঁড় করিয়ে রাখে। এতে পেছনের গাড়ির চলাচলে অসুবিধা হয়। তারা রাস্তার মাঝখানে গাড়িতে লোক তুললে লোকজন রাস্তার মাঝখানে চলে আসে। ফলে যানজটের সৃষ্টি করে।
মালিকদের এক প্রশ্নের জবাবে প্রবীর কুমার রায় বলেন, আব্দুল্লাহপুরে ড্রাইভারদের সচেতনতার কার্যক্রম পরিচালনা করেছি। আমরা তাদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করব।
ঢাকা পরিবহনের মালিক মোঃ মন্টু মিয়া বাসের বিরুদ্ধে মামলার পরিবর্তে ড্রাইভারদের শাস্তির দাবি জানান।
বলাকা বাস সার্ভিসের সহ-সভাপতি মোঃ মোয়াজ্জেম সরদার পরিবহণ ট্রেড ইউনিয়ন বন্ধের দাবি জানান।
এডিসি হুমায়রা পারভীন কুরবানীর ঈদ নির্বিঘ্নে করতে সকলের সহযোগিতা কামনা করেন।