বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫ : বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বাতিলের দাবিতে এবং ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালানোর ঘটনায় রাজধানীর প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান নিতে শুরু করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তা আটকে রাখায় এরই মধ্যে তীব্র যানজটের খবর পাওয়া গেছে।
ধানমণ্ডিতে শত শত শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ করছে। ইতোমধ্যে রামপুরা থেকে মালিবাগ, ধানমণ্ডি, শুক্রাবাদ, ধানমণ্ডি ২৭, উত্তরার দিকে ময়মনসিংহ সড়ক বন্ধ হয়ে গেছে। কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইতোমধ্যে রাজপথে অবস্থান নেওয়ায় যানজট ছড়িয়ে পড়েছে।
আশঙ্কা করা হচ্ছে, গতকালের চেয়েও আজ যানজট বেশি হবে। রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে এসব তথ্য পাওয়া গেছে।
ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠানের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী কাঁকন বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকাল থেকে তাদের রামপুরা ব্রিজ সংলগ্ন আফতাবনগর মেইন ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। গতকাল বুধবার ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ শটগানের গুলি ও রাবার বুলেট ছোড়ে। এতে ওই প্রতিষ্ঠানের প্রায় ১২ জনের বেশি আহত হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত রামপুরা থেকে মালিবাগ এবং হাতিরঝিল হয়ে গুলশান-কাওরানবাজারের দিকে রাস্তাটি বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। এই মুহূর্তে রামপুরা থেকে মালিবাগ আসার রাস্তাটি বন্ধ রয়েছে। এতে করে নতুনবাজার থেকে রামপুরা আসার সব গাড়ি থমকে দাঁড়িয়ে আছে।
বৃহস্পতিবার সাড়ে দশটা থেকে ধানমণ্ডি, শুক্রাবাদ ক্যাম্পাসের সামনে মানববন্ধন করে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী। ড্যাফোডিলের শিক্ষার্থী ফরহাদ হোসেন রনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে তাদের প্রতিষ্ঠানের প্রায় এক হাজারের বেশি শিক্ষার্থী ভ্যাট বাতিলের দাবিতে মানবন্ধন শুরু করে। এতে করে মিরপুর রোডের আসাদ গেট থেকে নিউ মার্কেটের দিকে আসার পথটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
তিনি আরও জানান, গাড়িগুলো সব এক লেন ধরে চলছে। এতে করে ধানমণ্ডি ২৭, শুক্রাবাদ, আসাদগেটসহ পুরো এলাকায় জ্যাম ছড়িয়ে পড়েছে।
সর্বশেষ পাওয়া তথ্যমতে, কর্তব্যরত পুলিশ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে যেতে বলেছে। না হলে তাদের হটিয়ে দেওয়ারও হুমকি দিয়েছে পুলিশ।
এদিকে মহাখালী ওয়্যারলেস এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাখালী, বনানী থেকে ফার্মগেট ও তেজগাঁওয়ের দিকে আসার রাস্তাটি বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানের সামনে থেকে আনন্দ নামে এক শিক্ষার্থী জানান, শিক্ষার্থীরা জড়ো হচ্ছে। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। আমরা ইস্ট-ওয়েস্টের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানাই।
বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বাড্ডা-কুড়িল বিশ্বরোডে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে। উত্তরার দিকেও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে মিরপুর এক নম্বরে মানারাত ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে বিক্ষোভের প্রস্তুতি শুরু করেছে প্রতিষ্ঠানটির কয়েকশ শিক্ষার্থী।
এ রিপোর্ট লেখা সময় পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতি, শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাকে ফোন করা হলে ফোন রিসিভ করেননি কোনও দায়িত্বশীল।