Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7খোলা বাজার২৪, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
তিন দিনের সফরে আজ শুক্রবার ঢাকা আসছেন ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন দেশগুলো নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

আগামী ২২-২৭ নভেম্বর ভূমধ্যসাগরীয় দ্বীপ দেশ মাল্টায় কমনওয়েলথ দেশগুলোর সরকার প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হবে। আর ২৪ সেপ্টেম্বর নিউইওয়র্কে হবে পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। এ দুই সম্মেলনসহ বেশ কিছু কর্মসূচি নিয়ে আলোচনা করতে ঢাকা সফর করছেন কমলেশ শর্মা।
সূত্র জানায়, সফরকালে কমনওয়েলথ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় প্রধানমন্ত্রীকে আসছে সম্মেলনের আমন্ত্রণ জানাবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শুক্রবার রাতে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে কমনওয়েলথ মহাসচিবের। এরপর শনিবার সকালে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক করবেন তিনি।

ওইদিন রাতে তার সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি মাসের ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে কমনওয়েলথের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে অংশ নেবেন এএইচ মাহমুদ আলী। ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় অংশ নিতে নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে তার।