Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫
অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করে টিউশন ফি থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তবে এবার মহাসড়ক অবরোধ না করে আগামী রোববার থেকে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালযে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘নো ভ্যাট অন এডুকেশন’ এর অন্যতম সমন্বয়ক জ্যোর্তিময় চক্রবর্তী শুক্রবার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ধানমণ্ডি ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে শনি থেকে সোমবার তিনদিন ছাত্র ধর্মঘটের ঘোষণা দেন।

তাদের দাবি শুধু শিক্ষার্থী নয়, শিক্ষা থেকেও ভ্যাট প্রত্যাহার করতে হবে। এই দাবি আদায়ের লক্ষে আগামী রোববার থেকে সারাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে লাগাতার ধর্মঘট পালন করবে।

বাংলাদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে এই ধর্মঘট চলবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পরে ধানমণ্ডি এলাকায় আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেন।