খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫ ঢাকা : এবার ঈদে রাস্তার ত্রুটির কারণে যানজট হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঈদুলআজহার সময় সড়কপথে যাতায়াত নির্বিঘ্ন করা সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সচিবালয়ে মঙ্গলবার মন্ত্রী এ কথা বলেন।
ঈদকে সামনে রেখে যানজটের আশঙ্কা করছেন কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, যানজট রাস্তার জন্য হবে না। এটা আমি এসিউর (নিশ্চিত) করছি। গাড়ি রাস্তায় বিকল হয়ে গেলে এ বিষয়ে তাদের (পরিবহন সংশ্লিষ্টদের) নির্দেশনা দেওয়া হয়েছে।
ফিসনেসবিহীন গাড়ি রং করে নামানো বিষয়ে মন্ত্রী বলেন, ‘গাড়ি চললেই তো হলো, রং করে দিলে অসুবিধা কি? গাড়ি রং না করে যদি ফিটনেস থাকে অসুবিধা কি? ঈদের সময় রংটা একটু সবাই দেখে। দেখেন না গরুর গলায় মালা লাগায়। মালা লাগালে একটু আকর্ষণ বাড়ে। গরু মালার কি বোঝে। তেমনিভাবে ফিটনেসবিহীন গাড়িতেও রং লাগানো হয়।
আগামী ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সাতদিন ২৪ ঘণ্টাব্যাপী ঢাকার এলেনবাড়িতে বিআরটিএ’র সদর কার্যালয়ে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। ঢাকা মহানগরীর সায়েদাবাদ, মহাখালী, গাবতলী ও ফুলবাড়ীয়া বাস টার্মিনালের জন্য চারটি আন্তঃসংস্থা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। ভিজিলেন্স টিম সরকার কর্তৃক অনুমোদিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় রোধ, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বা মালমাল বহন বন্ধ, যাত্রী হয়রানি রোধ ইত্যাদি বিষয় তদারকি করবে বলে জানান মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক ও জনপথ অধিদফতরের ফেরি সার্ভিস এবং মহাসড়ক নেটওয়ার্ক সংরক্ষণ, মেরামত ও সংস্কার করে যানচলাচলের জন্য সম্পূর্ণ উপযুক্ত রাখতে সংশ্লিষ্ট সকল প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে। ২৫টি মনিটরিং টিম এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করছে।’
১৬ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ঈদুলআজহা উপলক্ষে বিআরটিসি ৫০২টি গাড়ি ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে এবং অতিরিক্ত চাপ এড়াতে আরও ৬১টি গাড়ি রিজার্ভ রাখা হয়েছে।’
ঈদ উপলক্ষে সিএনজি স্টেশনগুলো ২২ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নয়দিন সার্বক্ষণিক খোলা থাকবে। এছাড়া যানজট নিরসনে মহাসড়কে ঈদের আগে তিন দিন এবং পরবর্তী তিন দিন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, কোরবানির পশু, কাঁচা চামড়া এবং জ্বালানি বহনকারী যানবাহনের আওতামুক্ত থাকবে বলেও জানান মন্ত্রী।
চন্দ্রাতে দুই কোটি টাকা ব্যয়ে একটি বাইলেন করা হয়েছে জানিয়ে কাদের বলেন, ‘১৭ সেপ্টেম্বর এই বাইলেন উদ্বোধন করা হবে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে রাস্তা মসৃণ হওয়ার পরও সেখানে দুর্ঘটনা ঘটছে। সেখানে চারটি পয়েন্টে নিউজার্সি ব্যারিয়ার (রাস্তা প্রশস্ত করে মাঝখানে গতিরোধক) স্থাপন করা হচ্ছে। সে কাজও প্রায় শেষ হওয়ার পথে। আগামী ১৮ সেপ্টেম্বর তা উদ্বোধন করা হবে।’
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নজরুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।