খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫
একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করা হয়েছে ১৪ হাজার মোবাইল সিম কার্ড। সিম কেনার সময় জমা দেয়া জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করতে গিয়ে এমন তথ্য পেয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। সচিবালয়ে দেশের মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। সিম নিবন্ধনের ক্ষেত্রে এরকম অনিয়মের কথা জানিয়ে তিনি সঠিক তথ্য দিয়ে মোবাইল সিম কেনার জন্য গ্রাহকদের প্রতি আহবান জানিয়েছেন। ৯ সেপ্টেম্বর থেকে দেশব্যাপি সিম কার্ড যাচাই-বাছাই শুরু করেছে মন্ত্রণালয় ও সংশ্লিষ্টরা। সিম কার্ড পুনঃনিবন্ধনের প্রয়োজন হবে কিনা তা ঠিক করা হবে ওই যাচাই-বাছাইয়ের পরে। ২০১২ সালের ১১ অক্টোবর থেকে মোবাইল ফোন অপারেটররা ‘প্রি-একটিভ’ সিম (আগে থেকেই চালু) বিক্রি করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। কেউ নিবন্ধনহীন সিম ব্যবহার করলে প্রতিটি সিমের জন্য অপারেটরকে ৫০ ডলার করে জরিমানা করারও সিদ্ধান্ত হয়েছিলো। তবে ৩ বছরেও তা কার্যকর হয়নি। বিটিআরসির প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই পর্যন্ত বাংলাদেশের ৬ টি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ।