খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ উপজেলায় র্যাবের অভিযানে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক হয়েছে। সোমবার ভোরে এ অভিযান শুরু হয়। দুপুরেও অব্যাবহত ছিল। র্যাব চট্টগ্রাম জোনের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ এ অভিযানের কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর ৬টায় সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নের সেনেরহাট গ্রামসহ আশপাশের এলাকা ঘেরাও করে সাঁড়াশি অভিযান শুরু করে র্যাবের একটি টিম। ৩ জন সন্ত্রাসীকে আটক ও তাদের হেফাজতে থাকা বিভিন্ন অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি বলেন-অভিযান শেষ হলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।