খোলা বাজার২৪,রবিবার,৪ অক্টোবর ২০১৫
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা পুনরায় গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাত্রায় বাধা দিয়েছে পুলিশ। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পুলিশ বাধা দিলে শিক্ষার্থীরা বাধা অতিক্রম করে শাহবাগে গিয়ে অবস্থান করে। পরে আন্দোলনকারীদের মধ্য থেকে সাত সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়। বাকি ভর্তিচ্ছুরা শাহবাগে অবস্থান করছেন। সাত সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন- ভর্তিচ্ছু শিক্ষার্থী আবু সাহিন তুষার, মোহাইমিনুল ইসলাম লিয়ন, শারমিন আক্তার পিংকি, সাদিয়া আক্তার, আসিফ বিন সাদী, অভিভাবক বোরহান উদ্দিন, অধ্যক্ষ আশরাফ কামাল। এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্মারকলিপি প্রদানের উদ্দেশে শিক্ষার্থীরা যাত্রা করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এলে পুলিশ তাতে বাধা দেয়। কিন্তু শিক্ষার্থীরা বাধা ভেঙে শাহবাগে গিয়ে অবস্থান নেন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। এ সময় রমনা জোনের উপকমিশনার আব্দুল বাতেন তাদের সরে গিয়ে প্রতিনিধিদল নির্ধারণের তাগিদ দেন। অন্যথায় পুলিশ সরাতে গেলে ভালো হবে না বলেও জানান তিনি। পরে শিক্ষার্থীরা সাত সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল নির্ধারণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিনিধিদল পুলিশি সহযোগিতায় প্রধানমন্ত্রীর উদ্দেশে যাত্রা করেছে। বাকি শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন।