খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
কুষ্টিয়া জেলা শহরের পেয়ারাতলা ও কালিশংকরপুর এলাকায় যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় একজন নৈশপ্রহরীও গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক ব্যক্তিকে পুলিশে দেয়া হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে হাবিবুর পেয়ারাতলার বাসভবনের অদূরে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথে দু’টি মোটরসাইকেলে করে কয়েকজন এসে তাকে গুলি করে পালিয়ে যায়। তার বাম হাতে গুলি লাগে। এলাকাবাসী আরও জানায়, দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যাওয়ার সময় বাধা দিতে গেলে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার মার্কাস মসজিদের কাছে নৈশপ্রহরী আসাদুল ইসলাম (৪২) গুলিবিদ্ধ হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর এ ব্যাপারে জানা সম্ভব হবে।