খোলা বাজার২৪ ॥ সোমবার, ১২ অক্টোবর ২০১৫, দিরাই, সুনামগঞ্জ : সিলেট নগরের জিন্দাবাজার এলাকার রাজা ম্যানশন দোতলার সৃজনশীল বইয়ের বিপণন প্রতিষ্ঠান বইপত্রে প্রয়াত বাউলসাধক শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদের এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় আয়োজিত এ সভায় সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমামকে আহ্বায়ক এবং লোকসংস্কৃতি গবেষক ও শাহ আবদুল করিমের জীবনীকার সুমনকুমার দাশকে সদস্যসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকালকের সভায় বক্তব্য দেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যরিস্টার মো. আরশ আলী, শিশুসাহিত্যিক তুষার কর, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমা-ের সভাপতি ভবতোষ রায়বর্মণ রানা, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর, ওভারসিজ সিলেটের প্রধান নির্বাহী শামসুল আলম প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক, কর আইনজীবী সমিতি সিলেটের সাধারণ সম্পাদক সমরবিজয় সী শেখর, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন, ডক্টর মো. এনামুল হক সরদার, প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, নাট্যসংগঠক মু. আনোয়ার হোসেন রনি, জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, আবৃত্তিকার নাজমা পারভীন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক প্রণবকান্তি দেব, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়কারী আশরাফুল কবীর, ছড়াকার মো. নাজিম উদ্দিন, নাট্যসংগঠক সুপ্রিয় দেব শান্ত, বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক রিংকু তালুকদার, বাউল বশিরউদ্দিন সরকার, বাউল শাহীনুর আলম সরকার, আলোকচিত্রী আনিস মাহমুদ, প্রকাশক রাজীব চৌধুরী, কবি আলফ্রেড আমেন, চিত্রশিল্পী সত্যজিৎ চক্রবর্তী, সাংবাদিক বিপ্লব দেব, সিলেট ব্যাংক কর্মকর্তা মো. মোমেন মিয়া, ছাত্রনেতা সপ্তর্ষি দাস, শিল্পী লিংকন দাস প্রমুখ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি চার দিনব্যাপী সিলেটে ব্যাপক পরিসরে প্রয়াত বাউলসাধক শাহ আবদুল করিমের জন্মশতবর্ষ উদ্যাপন এবং শীঘ্রই আহ্বায়ক কমিটির সদস্যদের চূড়ান্ত তালিকা প্রকাশের সিন্ধান্ত হয়। পাশাপাশি জন্মশতবর্ষ উপলক্ষে দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, বাউলগানের আসর করার সিদ্ধান্ত নেওয়া হয়।