খোলা বাজার২৪ ॥ শনিবার, ৭ নভেম্বর ২০১৫: আশুলিয়ায় শিল্প পুলিশ-১ এর কনস্টেবল মুকুল হত্যায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছে পুলিশ সদর দফতর।
শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল্লা শনিবার দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, কনস্টেবল মুকুলকে হত্যা ও নূরে আলমকে কুপিয়ে জখম করার সময় বাকি তিন কনস্টেবল কোনো প্রতিরোধের চেষ্টা করেননি। তারা পেছনের শালবনের ভেতর দিয়ে পালিয়ে যান। এই কারণেই কনস্টেবল ইমরান আজিজ, আপেল মাহমুদ ও পিনারুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বুধবার একটি পুলিশ চেকপোস্টে দুর্বৃত্তদের হামলায় শিল্প পুলিশের কনস্টেবল মুকুল নিহত হন। ওই হামলায় মারাত্মক আহত হন কনস্টেবল নূরে আলম। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।