Thu. Oct 16th, 2025
Advertisements

11খোলা বাজার২৪ ॥মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫: এক পুরোহিতকে জীবন্ত জ্বালিয়ে দিল তাঁর বান্ধবী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিল্লির সারে কালে খান এলাকার এক গেস্ট হাউসে।
আক্রান্ত ব্যক্তি গজানন রাজস্থানের সওয়াই মাধপুরের বাসিন্দা, পেশায় পুরোহিত এবং জ্যোতিষচর্চাও করতেন। পুলিশ সূত্রে খবর যে গেস্ট হাউস থেকে গজাননের দেহ উদ্ধার হয়েছে, সেখানে তাঁকে দগ্ধ ও নগ্ন অবস্থায় পাওয়া যায়।
সূত্রের খবর গেস্ট হাউসে এক মহিলার সঙ্গে এসেছিলেন মৃত ব্যক্তি। যৌন সংসর্গের পর মহিলাটি ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। যাওরার আগে নিজের পোশাকটি পরে পালায় সে। আক্রান্ত ব্যক্তির সারা দেহে প্রচুর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। আহত অবস্থায় তাঁকে দিল্লির সফদরজঙ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে, চলছে জেরা।