খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫: নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে আগামি ডিসেম্বর মাসে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কথা বলেছে ভারত। তবে চূড়ান্ত ভাবে দিনক্ষন জানায়নি উত্তর ২৪ পরগনা পুলিশ কতৃপক্ষ। সবকিছু ঠিক ঠাক থাকলে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরুণ হালদার এ কথা জানিয়েছেন।
এদিকে গতকার বুধবার ভোরের দিকে কঠোর গোপনীয়তার মাধ্যমে উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতে ফেরত পাঠানোর পরপরই নূর হোসেনকে ফিরিয়ে আনার গুঞ্জন ছড়িয়ে পড়ে সব মহলে।
কলকাতার একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর নাগাদ নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে। ওই সূত্রটি আরও জানায়, নূর হোসেনকে ফেরত পাঠাতে সব ধরনের প্রক্রিয়া শেষের দিকে। এখন আনুষ্ঠানিকতা বাকি শুধু তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের।