খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫: অপেক্ষা আর মাত্র ১৪ দিনের। আর তারপরেই বড় পর্দায় ফের হাজির হতে চলেছেন রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন। ইতিমধ্যে ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবি নিয়ে উত্তেজনার পারদ চরমে। সিংহভাগ দর্শকের মত রণবীর আর দীপিকা এক অপরের সঙ্গেই সব থেকে ভালো মানায়। তাঁদের কেমিস্ট্রি বড় পর্দায় তৈরি করে এক অনন্য মুহূর্ত। একবারের জন্যেও দেখে মনে হয় না, তাঁরা প্রাক্তন প্রেমিক-প্রেমিকা।
দীপিকার সঙ্গে এই অসামান্য কমফর্ট লেভেলের কথা এবার নিজে মুখে স্বীকার করে নিলেন স্বয়ং রণবীর কাপুর। একটি দিওয়ালি পার্টিতে গিয়ে তিনি পরিচিত মহলে মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন, তাঁর জীবনে দীপিকা ‘ডাল-চাওয়াল’। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘দীপিকা আমার ডাল চাওয়াল। ওর সঙ্গে যখন আমি থাকি, তখন মনে হয় যেন ঘরে ফিরে এসেছি। দীপিকা আমার কমফর্ট জোন’ রণবীরের কথায় রীতিমতো ফিদা স্বয়ং দীপিকাও। এই বিশেষ ভালোলাগা কি ফের জীবনে চলার পথে মিলিয়ে দেবে দুই প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে? সময়ের হাতেই রয়েছে সেই জবাব।