Thu. Oct 16th, 2025
Advertisements

48খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: যুবরাজ সিংহ বোল্ড হ্যাজেল কিচ। ব্রিটিশ বংশোদ্ভূত সুন্দরীর হাতে ধরা দিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম এলিজিবল ব্যাচেলর। দিওয়ালির সন্ধেতেই এই মডেল-অভিনেত্রীর সঙ্গে বাগদান সম্পন্ন করলেন টিম ইন্ডিয়ার একসময়ের এই বিস্ফোরক ব্যাটসম্যান। বাগদান অনুষ্ঠান হল ইন্দোনেশিয়ার বালিতে। শীঘ্রই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা।
ব্রিটিশ বংশোদ্ভূত মডেল ও অভিনেত্রী হ্যাজেলকে বেশ কিছু হিন্দি ছবিতে দেখা গিয়েছে। বডিগার্ডে করিনা কপূরের বান্ধবীর ভূমিকায় নজরও কেড়েছিলেন তিনি। মাস তিনেক আগে যুবি ও হ্যাজেলের কাছাকাছি আসা। বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছে দু’জনকে। আর, টার্বুনেটর ভাজ্জির বিবাহ অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে হাজির হওয়ার পরই জল্পনার আগুনে ঘি পড়ে। যা আরও উস্কে দেয় দুই ক্রিকেটারের ট্যুইটবার্তা।
২৯ অক্টোবর ভাজ্জির বিবাহ অনুষ্ঠানের আগে যুবরাজের ট্যুইট, হরভজন ও গীতাকে আমার আন্তরিক শুভেচ্ছা। জবাবে ভাজ্জি লেখেন, যুবরাজ এবার তুমিও স্ট্রেট খেলো। পুল বা কাট করলে চলবে না। উত্তরে যুবি লেখেন, দিওয়ালির পরই স্ট্রেট ড্রাইভ খেলতে যাচ্ছি।
কথা রেখেছেন যুবি। দিওয়ালির রাতেই বালিতে সারপ্রাইজ পার্টি। আত্মীয় পরিজনদের সামনে আচমকাই আংটি পরিয়ে বাগদান। যার ক্লাইম্যাক্স সম্ভবত আগামী বছরের শুরুতে। চারহাত এক হতে চলেছে জানুয়ারি বা ফেব্র“য়ারিতে।