Fri. Oct 17th, 2025
Advertisements

49খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫: ক্রিশ্চিয়ানো রোনালদো মনে করেন লিওনেল মেসিই ৫ম বারের মতো ফিফা ব্যালন ডি’অর জিতবে। শনিবার রাতে জনাথন রস শো নামে এক টিভি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন মেসি এ মৌসুমে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ত্ব দিয়েছেন ও বার্সেলোনাকে ট্রেবল জিতিয়েছেন। তাই ব্যালন ডি’অর জিতার অগ্রাধিকার তারই বেশি।
গত সাত বছর ধরেই ফিফা ব্যালন ডি’অর পুরষ্কারটা মেসি অথবা রোনালদোই জিতে আসছেন। রোনালদো বলেন সর্বশেষ সাত বছর ধরে আমি না হলে মেসিই পুরষ্কারটা জিতে আসছি যেটা আর অন্য কেউ করতে পারেনি।
রোনালদো আরও বলেন মেসির সাথে আমার ভাল সম্পর্ক রয়েছে। সে এক ক্লাবের হইয়ে খেলে আমি অন্য ক্লাবের হয়ে খেলি। সে তার দিক দিয়ে সেরা খেলাটা খেলে আমি আমার দিক দিয়ে সেরা খেলাটা খেলি। আমরা একে অপরকে শ্রদ্ধা করি।