খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৪ নভেম্বর ২০১৫: নির্বাচনী বিধিমালা নির্বাচন কমিশনের (ইসি) হাতে না আসা পর্যন্ত পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ।
শনিবার সাভার উপজেলা নির্বাচন অফিসের সার্ভার স্টেশন পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।
স্থানীয় সরকার পৌরসভা নির্বাচন অধ্যাদেশ অনুযায়ী মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে দল মনোনীত প্রার্থীরা দলী প্রতীকে অংশ নেবেন। বাকিরা স্বতন্ত্র প্রার্থী হবেন।
এ অধ্যাদেশের আলোকে নির্বাচন বিধিমালা ও আচরণবিধি সংশোধন আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ে রয়েছে।
কাজী রকিবউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “বিধিমালা এখনও মন্ত্রণালয়ে আছে। এটা না আসলে আমরা কোনো কাজ করতে পাছি না। বিধিমালা হাতে আসলেই আমরা কাজ শুরু করব।”
মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “দায়িত্বে অবহেলা করলে কিংবা কোনো মাঠ কর্মকর্তা মাঠে গিয়ে কাজ না করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো শাহ আলম, সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিন মিয়া প্রমুখ।