খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: অনলাইনে অর্থ লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর বিপরীতে সম্ভবত এবার সরাসরি প্রতিযোগিতায় নামছে অ্যাপল। প্রযুক্তিপণ্যের বাজারে নতুন গুঞ্জন–মোবাইলে আর্থিক লেনদেনের নতুন অ্যাপ আনতে একাধিক মার্কিন ব্যাংকের সঙ্গে জোর আলোচনা চলছে অ্যাপলের।
গোপন সূত্রের বরাত দিয়ে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, অর্থ লেনদেনের সেবা চালু করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করছে অ্যাপল।
এর ফলে ব্যবহারকারীরা নগদ লেনদেন বা চেকের শরণাপন্ন না হয়ে নিজের আইফোন দিয়েই অর্থ লেনদেন করতে পারবেন। এক্ষেত্রে ব্যবহারকারীরা টেক্সট মেসেজের মাধ্যমে আর্থিক লেনদেনে সারতে পারবেন বলে জানিয়েছে বিবিসি।
এখন পর্যন্ত কোনো মার্কিন ব্যাংক অ্যাপলের সঙ্গে এ বিষয়ে কোনো চুক্তি করেছে কিনা তা স্পষ্ট নয়।
এমন পদক্ষেপের ফলে অ্যাপল সিলিকন ভ্যালির অনেক প্রতিষ্ঠানকে প্রতিযোগিতার মুখে ফেলবে বলে মনে করে সংবাদমাধ্যমটি। অ্যাপলের এই সেবা অনেকটা পেপালের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হবে।
২০১৪ সালে পেপালের লেনদেন অ্যাপ ভেনমোর মাধ্যমে ২শ’ ৪০ কোটি ডলার লেনদেন করা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে লেনদেনের বাজার ক্রমবর্ধনশীল হওয়ায় এই খাতে হয়ত অ্যাপলও ভাগ বসানোর চিন্তা করছে- বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।
চলতি বছর যুক্তরাজ্যে আর আগের বছর যুক্তরাষ্ট্রে মোবাইল পেমেন্ট সেবা দিতে ‘অ্যাপল পে’ চালু করেছে অ্যাপল। সর্বশেষ এই পদক্ষেপ নেওয়া হলেও শুধু মোবাইল পেমেন্টের গণ্ডির বাইরেও আর্থিক লেনদেনের সেবা পাবেন অ্যাপল পণ্য ব্যবহারকারীরা।