Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

52খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) ঢাকা পর্বের চূড়ান্ত আসরে বিজয়ী হয়েছে জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ‘জেইউ-ওএমকিউ’। দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সাস্ট-ডাউন টু দ্যা ওয়্যার’ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘এনএসইউ-বাগ লাভারস’ দল। গতকাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১২২টি দল অংশ নেয়। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় ১০টি সমস্যার সমাধান করতে দেওয়া হয়। বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।