Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

49খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৩ নভেম্বর ২০১৫: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রবিবার রাতে মাশরাফি বিন মর্তুজার দলের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতেছে কুমার সাঙ্গাকারা-নাসির হোসেনদের দল ঢাকা ডাইনামাইটস।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের এই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১০ রান করেছে দলটি। এর মধ্যে সর্বোচ্চ ২৫ রান এসেছে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ব্যাট থেকে। এ ছাড়া মাহমুদুল হাসান ২২ ও জ্যামাইকান ক্রিকেটার ক্রিসমার সান্তোকি অপরাজিত ২১ রান করেছেন।
ঢাকা ডাইনামাইটসের বোলারদের দাপটে মাত্র ৩৬ রানে ৫ উইকেট হারাতে হয়েছে মাশরাফির দলকে।
টপ অর্ডারদের ব্যর্থতার দিনে লোয়ার মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা দলকে লড়াই করার মতো পুঁজি দেওয়ার চেষ্টা করেছেন। মাশরাফি ২ ছক্কায় ২৬ বলে ২৫ রান করেছেন। সান্তোকি ১৬ বলে ৩ বাউন্ডারিতে করেছেন হার না মানা ২১ রান। শেষ অব্দি ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান তুলতে সক্ষম হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ঢাকা ডাইনামাইটসের পক্ষে ৩ উইকেট নিয়েছেন পেসার আবুল হাসান। এ ছাড়া ২ উইকেট নিয়েছেন স্পিনার মোশাররফ হোসেন এবং ১টি করে উইকেট নিয়েছেন ফরহাদ রেজা ও বাংলাদেশ জাতীয় দলের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান।
জয়ের জন্য ১১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঠিক যেন টোয়েন্টি২০ মেজাজে ব্যাটিং করেনি ঢাকা ডাইনামাইটস। সহজ লক্ষ্য ছুঁয়ে দেখতে তারা খেলেছে ১৯.২ ওভার পর্যন্ত। ওপেনার নাসির জামশেদ করেছেন ৪৪ বলে ৪৪ রান। এ ছাড়া ২৯ বলে ২৫ রান করেছেন অধিনায়ক সাঙ্গাকারা। শেষ অব্দি মন্থর গতির ব্যাটিং দেখিয়ে ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান করেছে ঢাকা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে ২টি উইকেট নিয়েছেন আবু হায়দার। এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা ও সুনিল নারিন।